E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে আরও ৫৯ জন করোনা শনাক্ত

২০২১ জুলাই ৩০ ১২:০২:২৪
নীলফামারীতে আরও ৫৯ জন করোনা শনাক্ত

নীলফামারী প্রতিনিধি : তিন জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত গত ২৬ দিনে করোনা আক্রান্ত হয়ে নীলফামারী জেলায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় গতকাল বুধবার(২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার(২৯ জুলাই) সকাল পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু না ঘটলেও নতুন করে আরও ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে জেলা সদরের হাজিগঞ্জে দুই মাস ৫ দিনের নাজাদ নামে এক শিশু সহ একই পরিবারের ৫ জন, সৈয়দপুর উপজেলার সাহেবপাড়ার একই পরিবারের ৪ জন, জলঢাকা উপজেলার বগুলাগাড়ি এলাকার একই পরিবারের ৪ জন করোনা পজেটিভ হন।

নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩৮ নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা পজিটিভ হয়েছে। সংক্রমনে জেলার গড় হার ২৪.৭৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ২৭ জন, সৈয়দপুর উপজেলায় ১৯ জন, জলঢাকা উপজেলায় ৯ জন, ডোমার উপজেলায় ২ জন, ডিমলা উপজেলায় ১ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে। অপর দিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৭৩ জন। এরমধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে ২৬ জন, নিজবাড়িতে ১৯৫, সৈয়দপুর হাসপাতালে ১৬ জন, নিজবাড়িতে ১৭৫, ডোমার উপজেলায় নিজবাড়িতে ৪৬, ডিমলা উপজেলার নিজবাড়িতে ৮, জলঢাকা উপজেলায় নিজবাড়িতে ৫৭ জন, কিশোরীগঞ্জ উপজেলার নিজবাড়িতে ৩৬ জন ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২৪ জন।

গত ২৬ দিনে করোনা আক্রান্ত হয়ে নীলফামারী জেলায় ৩১ জন মৃত্যু বরন করেন। সর্ব শেষ গত ২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তি জেলা সদরের চড়াইখোলা গ্রামের বাসিন্দা আজিজার রাহমান(৬৫)।

এদিকে সারা দেশের ন্যায় নীলফামারীতে কঠোর লকডাউন চলছে। চলমান লকডাউনে সরকারের বিধি নিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় ৮ টি মামলায় ৮ জনকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ নিয়ে গত ৫দিনে নীলফামারী জেলার ৬ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেষ্ট মীর্জা মুরাদ বলেন, এতে ১৮৭ টি মামলায় মোট ২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা জড়িমানা আদায় করা হয়।

(এমআইএস/এএস/জুলাই ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test