E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চরম বিপাকে উপকূলের ইলিশ ধরা জেলেরা, দূর্যোগে বিপর্যস্ত জনজীবন

২০২১ জুলাই ৩০ ১৪:৫৭:০০
চরম বিপাকে উপকূলের ইলিশ ধরা জেলেরা, দূর্যোগে বিপর্যস্ত জনজীবন

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : উপকূলের ইলিশ ধরা জেলেরা চরম বিপাকে পড়েছে। জাল-ট্রলার নিয়ে ফিরে এসেছে তীরে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল।এমন দূর্যোগপুর্ন আবহাওয়া জেলেজীবনে ঝুঁকি বেড়ে যাওয়ায় তারা তিরে ফিরতে বাধ্য হয়েছেন। চলছে গোটা উপকূল জুড়ে বিরামহীন ভারীবর্ষন। এ অবস্থায় ৬৫দিনের অবরোধ শেষে বঙ্গোপসাগরে অবস্থানরত পাথরঘাটা সহ পার্শ্ববর্তী এলাকার শতাধিক ইলিশধরা জেলেট্রলার তিরে ফিরে এসেছে। প্রবল বর্ষণে ভেসেগেছে মাছের ঘের। বিদ্যুৎ লাইনে গাছ উপরে পরে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে বিদ্যুৎ সংযোগ।বিদ্যুৎবিহীন ভুতুড়ে নগরীতে পরিণত হচ্ছে পাথরঘাটা পৌরশহরসহ আশেপাশের এলাকা।

দূর্যোগপূর্ণ আবহাওয়া আর প্রবল বর্ষণে অনেক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ডুবেগেছে পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডের অনেকগুলো বাসাবাড়িসহ গ্রামের কাঁচা বাড়িঘর। বাতাসের তীব্র আঘাতে বিদ্যুৎ লাইনের তারের উপরে গাছ ও গাছের ডালপালা ভেঙে এবং উপরে পরেছে। বিরামহীন বর্ষনে প্লাবিত হয়েছে অসংখ্য মাছের ঘের ।‌ এদিকে ভারী বৃষ্টিপাতের কারনে পাথরঘাটা সহ আশেপাশের এলাকার আবাদিজমির বীজতলা ,উঠতি নানা প্রজাতির শব্জীক্ষেত ডুবেগেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা জানান,৬৫দিনের অবরোধ শেষে সমুদ্রে ইলিশ আহরনে থাকা প্রায় শতাধিক জেলেট্রলার সুন্দরবনের বিভিন্ন খালে এবং পাথরঘাটার বিভিন্ন স্থানে এসে আশ্রয় নিয়েছে।

পাথরঘাটার খলিফারহাট এলাকার বাসিন্দা কামাল হোসেন কুদ্দুস জানান, বৃষ্টিতে প্লাবিত হয়ে তার এবং আশেপাশের বেশক'টি মৎস্য ঘেরের কয়েকলাখ টাকার মাছ ভেসেগেছে।

ইলিশ ধরা জেলে ফারুক জানান, সরকার যদি আমাদের প্রতি সদয় না হন তাহলে আমাদের এখন না খেয়ে মরতে হবে।
ট্রলারমালিক খলিলুর রহমান বলেন, ট্রলার রয়েছে ঘাটে বাঁধা।জালদড়ি সদায় এসব নিয়ে জেলেরা ফিরে এসেছে। এখন আমাদের হাহাকার করা ছাড়া আর কোন উপায় দেখছি না।

(এটি/এসপি/জুলাই ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test