E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা’ কার্যক্রম চালু

২০২১ জুলাই ৩০ ১৫:২৫:২৮
ঈশ্বরদীতে ‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা’ কার্যক্রম চালু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে ‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা’ কার্যক্রম চালু হয়েছে। সামপ্রতিক সময়ে ঈশ্বরদী ও আটঘোরিয়ায় করোনা আক্রান্তের হার আশংকাজনক হারে বেড়ে যাওয়ার পাশাপাশি হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় এই কার্যক্রম চালু করে রোগীদের বাড়িতে বাড়িতে অক্সিজেন সরবরাহের পাশাপাশি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা’ কার্যক্রম চালু করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও প্রয়াত সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পুত্র সাকিবুর রহমান শরীফ কনক।

এবিষয়ে কনক শরীফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে করোনা আক্রান্তদের জন্য সেবা কার্যক্রম নিয়ে ঈশ^রদী ও আটঘোরিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনা আক্রান্ত অবহেলিত, বঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পক্ষে অক্সিজেনসহ চিকিৎসা ব্যয়ভার নির্বাহ করা সম্ভব নয়। তাই আমার প্রয়াত বাবার মতো এই মহাবিপদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জীবন রক্ষার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

(এসকেকে/এসপি/জুলাই ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test