E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে বাড়ছে করোনা রোগী, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল!

২০২১ আগস্ট ০১ ১৭:৩৮:১৮
হবিগঞ্জে বাড়ছে করোনা রোগী, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল!

তারেক হাবিব, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা আক্রান্ত ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে হবিগঞ্জ জেলায় মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৩৩ জন। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মূখলিছুর রহমান উজ্জল। তিনি জানান, করোনায় মৃত ৩ জনের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। মহিলা দুজনের বয়স ৪৫ ও ৭০ এবং পুরুষের বয়স ৪২। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় হবিগঞ্জে ৭৯২টি নমুনা পরিক্ষার বিপরীতে ৩৪৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। জেলায় সনাক্তের হার ৪৩ দশমিক ৯৪। এ নিয়ে জেলায় মোট সনাক্তের হল ৪ হাজার ৮’শ ৪৩জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫’শ জন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, ২০২০ সালের ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়। পরে প্রথন করোনা রোগীর মৃত্যু হয় ২৬শে এপ্রিল। করোনা আক্রান্ত মৃত ব্যক্তির চুনারুঘাট উপজেলার চন্দ্রীচড়া চা বাগানের শিশু আবাস অন্তবায় (৫)।

(টিএইচ/এসপি/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test