E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

২০২১ আগস্ট ০৪ ১২:১২:২৮
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বড় হাওরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৪৭) ও তার ভাতিজি জামাই গাছধরহাটি গ্রামের কেনু মিয়ার ছেলে শফিকুল (৩৫)।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে নৌকা নিয়ে কারপাশার বড় হাওরে মাছ ধরতে যান সাত জেলে। রাত ১টার দিকে বজ্রপাতে দগ্ধ হন চারজন। আশংকাজনক অবস্থায় তাদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জলহু ও শফিকুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর অবস্থায় শহরমুল উত্তরহাটি গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩০) ও একই গ্রামের সোয়াদ আলীর ছেলে মোতালিবকে (৪০) উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/আগস্ট ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test