E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে কর্মহীন দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিলেন হুইপ ইকবালুর রহিম 

২০২১ আগস্ট ০৪ ১৪:১৯:৩০
দিনাজপুরে কর্মহীন দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিলেন হুইপ ইকবালুর রহিম 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : করোনায় লকডাউনের পরিস্থিতিতে দিনাজপুরে কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার খাদ্য সহায়তায় আওতায় আজ বুধবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক দোকান কর্মচারী'র হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ছাড়াও দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে কোন দুর্যোগে মাঠে থেকে জনমানুষের পাশে থাকে উল্লেখ করে বলেন, দেশের প্রতিটি মানুষ যেন দুর্যোগের মধ্যে শান্তিতে থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের সহযোাগিতা দিয়ে আসছে। খাদ্যের অভাবে কেউ যেন মারা না যায় সেজন্য পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ করা হয়েছে। শেখ হাসিনার চিন্তা দেশের মানুষ যেন ভাল থাকে। অভাব বুজতে
না পারে। আর বিএনপি বাড়ীতে অবস্থান করে জনগনের পাশে না থেকে নানা ধরনের গুজব সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে রক্ষা করতে টিকার ব্যবস্থা করেছে। সেই টিকা নিয়েও গুজব সৃস্টি করে দেশকে অস্থিতিশীল করছে। কিন্তু লাভ হয়নি। দেশের মানুষ টিকা নিচ্ছে। ভ্যাকসিনের আর কোন সংকট নেই।
পর্যায়ক্রমে দেশের সকল মানুষদের ভ্যাকসিন দেয়া হবে।

হুইপ আরও বলেন, করোনা ভাইরাস একটি যুদ্ধ। সে যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

(এস/এসপি/আগস্ট ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test