E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

বরিশালে করোনায় ১৪ মৃত্যু, শনাক্ত ৭৭৩

২০২১ আগস্ট ০৪ ১৭:০৪:৩৭
বরিশালে করোনায় ১৪ মৃত্যু, শনাক্ত ৭৭৩

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি একই সময় করোনায় আক্রান্ত হয়ে নয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে বরিশাল জেলায় একজন, পটুয়াখালীতে একজন, ভোলায় দুইজন ও ঝালকাঠিতে একজন রয়েছেন। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

অপরদিকে করোনায় নতুন আক্রান্ত ৭৭৩ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪০ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ৩৩৭ জন, পটুয়াখালীতে ৯৭ জন, ভোলায় ১৮২ জন, পিরোজপুরে ৪৭ জন, বরগুনায় ৬৪ জন ও ঝালকাঠিতে ৪৬ জন।

(টিবি/এসপি/আগস্ট ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test