E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজী পৌরসভার ১৫০০ জন পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

২০২১ আগস্ট ০৪ ১৭:২১:৪১
সোনাগাজী পৌরসভার ১৫০০ জন পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

ফেনী প্রতিনিধি : কোভিড-১৯ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কবলে পড়ে কর্মজীবী মানুষের জীবন-জীবিকাও লক হয়ে পড়েছে।

ফেনীর সোনাগাজী পৌরসভায় করোনা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক, কর্মহীন দিনমজুর, প্রতিবন্ধী ও ভাসমান ১৫০০ জন মানুষের মাঝে গতকাল বুধবার (৪ আগস্ট) সকালে অষ্টম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করছেন সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।

পৌরসভার মিলনায়তনে পৌর মেয়রের সভাপতিত্বে ও পৌর কর্মকর্তা মোজাম্মেল হোসেন আবীরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, বিশেষ অতিথি ছিলেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আয়ূব আলী খান ও সোনাগাজী মডেল থানার এসআই মোবারক হোসেন।

এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্টের কলঙ্কিত রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, পরিচালনা করেন সোনাগাজী বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক।

(এনকে/এসপি/আগস্ট ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test