E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

২০২১ আগস্ট ০৬ ১৭:৪৬:৪৫
সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায়   করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ চার মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। তবে এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার সামান্য বেড়েছে। তবে সিভিল সার্জন অফিস থেকে দেওয়া তথ্যে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যুর কতা নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে মৃত নারী হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী হাসিনা খাতুন (৫০)। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলা সদরের মীর মোর্শেদের ছেলে রওনাকুল ইসলাম (৬৫) ও তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল খালেক(৫৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে জ্বর, সর্দ্দি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে(আইসোলেশনে) ভর্তি হন রওনাকুল ও আব্দুল খালেক। বৃগষ্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সে অনুযায়ি জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৬৭ জন ও আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

তবে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রাজাপুর গ্রামের লুৎফুন্নেছা খাতুন জানান, তার মা হাসিনা খাতুন করোনা সনাক্ত হলে তাকে গত ১৩ জুলাই রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তিনতলায় আইসোলেশনে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরে তাকে পোষ্ট সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মা মারা যান।

এদিকে, একদিনের ব্যবধানে সাতক্ষীরায় বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ২৭৭টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২২ শতাংশ। অঅগের দিনের সনাক্তের হার ১৮ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে শুক্রবার সকাল ১১ টায় দেওয়া তথ্য অনুযায়ি এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৫১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৬৮৯ জনের। জেলায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ১০৭ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ২৯ জন। এর মধ্যে ২৫ জন সামেক হাসপাতালে ও ৪জন বেসরকারি হাসপাতালে। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৮৭ জন। উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি ১৬৫ জন ও বেসরকারি হাসপাতালে ৫২ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন। করোনায় মারা গেছেন ৮৫জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৬৭জন।

(আরকে/এসপি/আগস্ট ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test