E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ৮৭টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু 

২০২১ আগস্ট ০৭ ১৫:১৫:৩৫
সাতক্ষীরায় ৮৭টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৭৮টি ইউনিয়ন পরিষদ ভবনে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে একযোগে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। প্রাথমিকভাবে  এ কার্যক্রম চলবে ১২ আগস্ট পর্যন্ত। একই সাথে সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের মত টিকাদান কার্যক্রম চালু রয়েছে। এ কার্যক্রম সফল করতে টিকাদানকারী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণসহ সকল কার্যক্রম শেষ করেছে জেলা সিভিল সার্জন অফিস।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা: জয়ন্ত কুমার সরকার জানান, জেলার ৭ উপজেলায় ৭৮টি ইউনিয়ন এবং সাতক্ষীরা পৌসভার ৯টি ওয়ার্ডে মোট ৮৭টি টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্সে ৩টি করে বুথ করা হয়েছে। এক একটি কেন্দ্রে একজন পরিদর্শক, ছয়জন টিকাদানকারী ও নয়জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। পৌর টিকাদান কেন্দ্র্রে দু’জন করে টিকা দানকারী ও তিন জন স্বেচ্ছাসেবক রয়েছে। সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুভাষ সেন জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে করোনা প্রতিরোধকল্পে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে পাঠানো নির্দেশিকা অনুযায়ী ১৪ সদস্যের একটি করোনা প্রতিরোধ কমিটির তালিকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তালিকায় শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য সহকারি, এনজিওকর্মী ও কৃষি কর্মকর্তা রয়েছেন। টিকাদানে করোনা প্রতিরোধ কমিটি সার্বিক সহায়তা করছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা জানান, শনিবার সকাল থেকে শুরু হওয়া গণটিকা কার্যক্রম চলবে আগামি ১২ আগষ্ট পর্যন্ত। প্রত্যেকটি ইউনিয়নে ছয়জন করে টিকাদানকারি ও নয়জন করে স্বেচ্ছাসেবক কাজ করছে। টিকাদান ক্যাম্পে সুপারিভশনের জন্য স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও এমওডিসি (মেডিকেল অফিসার ডিজেজ কন্ট্রোল) রয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত বলেন, জেলা ৮৭টি বিশেষ টিকা কেন্দ্র খোলা হচ্ছে। যারা অনলাইনে নাম নিবন্ধন করতে পারেননি তারাও এই কার্যক্রমের আওতায় টিকা নিতে পারবেন। টিকার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এ কার্যক্রমের জন্য সিনোফার্মের ৫১ হাজার ২০০ টিকা ও এ্যাস্ট্রাজেনকোর ৩২ হাজার টিকা মজুত রয়েছে। অগ্রািধকার ভিত্তিতে বয়স্কদের এ টিকা দেওয়া হবে। একই সাথে মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও পাবে। পর্যায়ক্রমে সকল নাগরিককে এ কার্যক্রমে আওতায় আনা হবে বলে তিনি জানান।

(আরকে/এসপি/আগস্ট ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test