E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাগরপুরে করোনার গণ টিকাদান শুরু

২০২১ আগস্ট ০৭ ১৭:১৯:০৯
নাগরপুরে করোনার গণ টিকাদান শুরু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ মোকাবিলায় করোনা ভাইরাস প্রতিরোধে গণ টিকাদান কার্র্যক্রম শুরু হয়েছে। সিনোফার্মের ভেরোসেল নামক করোনা প্রতিরোধক টিকা সারা দেশের মত নাগরপুরেও প্রদান করা হচ্ছে। 

শনিবার (৭ আগস্ট) সকালে নাগরপুর সরকারি যদুনাথ স্কুল ও কলেজ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্র্বাহী কর্র্মকর্র্তা সিফাত-ই-জাহান।

স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশে সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষ্যে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের একাধিক স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে কাজ করছেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরাও সুশৃঙ্খলভাবে টিকা নিতে টিকাকেন্দ্রে সহযোগিতা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলার ইউএনও সিফাত-ই-জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান, সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ইউএনও, এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্য ইউনিয়নে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান জানান, প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ৬শত করে ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ২শত টিকা প্রদান করা হবে। আগামী ১৪ আগস্ট থেকে গণটিকা দিবে স্বাস্থ্য অধিদপ্তর।

(আরএস/এসপি/আগস্ট ০৭, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test