E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে করোনার গণটিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

২০২১ আগস্ট ০৭ ১৮:০২:৫৩
ভৈরবে করোনার গণটিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : সারাদেশের ন্যায় ভৈরবে প্রাথমিক পর্যায়ে কোভিড-১৯ প্রস্তুতিমূলক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৭ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। 

উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডে বিভিন্ন টিকা কেন্দ্রে ঘুরে কার্যক্রমের বিশেষ তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. রিয়াসাত আজীম, মেডিকেল টেকনোলোজিস্ট ইপিআই মো. জাহাঙ্গীর আলম এবং স্যানিটারী ইন্সপেক্টর মো. রুহুল আমীন।

অপরদিকে সকাল ৯টায় পৌরসভার ১২টি ওয়ার্ডে একযুগে কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট বক্ষব্যাধি চিকিৎসক ডা. এম.এ কাসেম, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, পৌরসভার সচিব মো. দুলাল উদ্দিন, পৌরসভার সিনিয়র সহকারী প্রকৌশলী জিএম বাতেন, স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম প্রমুখ।

আলোচনা সভায় পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু করোনা থেকে সুরক্ষা পেতে সকল নাগরিকদের টিকা গ্রহণ করার আহ্বান জানান। টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে প্রস্তুতিমূলকভাবে শনিবার ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের প্রত্যেকটিতে ২০০ করে মোট দুই হাজার ৪শ জন এবং সাতটি ইউনিয়নের প্রত্যেকটিতে ৬০০ করে ৪ হাজার ২শ জনকে টিকা প্রদান করা হবে। এই কার্যক্রম চলবে বিকাল ৩টা পর্যন্ত।

উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজকের জন্য প্রাথমিক পর্যায়ে প্রস্তুুতিমূলকভাবে ভৈরব উপজেলা ও পৌরসভার ১৯টি কেন্দ্রে টিকা কার্যক্রম চালু করা হয়েছে। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফুর্তভাবে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করেছে মানুষ।

এছাড়া তিনি আরো বলেন, পরবর্তী পর্যায়ের গণহারে টিকাদান কর্মসূচী গুলোতেও সফল ভাবে টিকা কার্যক্রম সফল করতে পারবো। আমাদের লোকবলের কোন সমস্যা না থাকায় আমরা শনিবার শতভাগ টিকা দিতে সক্ষম হয়েছি। গণহারে টিকা কার্যক্রমে আমাদের কোন রকম সমস্যা হবে না। আমাদের আজকের টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনও ছিল শতভাগ। এসময় তিনি স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীকে আজকে কার্যক্রম সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(এম/এসপি/আগস্ট ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test