E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘কালী নদী’ এখন ময়লার ভাগাড়!

২০২১ আগস্ট ০৭ ১৮:৫৩:৫৫
‘কালী নদী’ এখন ময়লার ভাগাড়!

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর সদর ও বাজার ঘেঁষে বয়ে যাওয়া হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মেঘনা নদীর শাখা ‘কালী নদী’ এখন যেনো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নদীতে ময়লা আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে জনদুর্ভোগ চরমে।

প্রতিদিন এই নদীতে ফেলা হচ্ছে মৎস্য আড়ৎ ও পৌর এলাকার সকল বর্জ্য। ফলে নদীর পানি দূষিত হয়ে মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন প্রকাশ্য দিবালোকে এসব বর্জ্য ফেলা হলেও এটি বন্ধের উদ্যোগ নেয়নি কেউ। বরং সংশ্লিষ্টদের প্রত্যক্ষ সহযোগিতাতেই চলছে এই কাজ। এ যেনো নদীতে ময়লা আবর্জনা ফেলে নদী ধ্বংসের মহা উৎসবে মেতে উঠেছে কুলিয়ারচর পৌর কর্র্তৃপক্ষ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, লঞ্চঘাট, নৌ-ঘাট, মৎস আড়ত ঘাট, সবজি মল, মাছ বাজার মল, জিল্লুর রহমান সেতু ঘিরে নদীর তীরে গড়ে উঠা কফিশপগুলোর নিয়মিত পঁচা ও উচ্ছিষ্ট খাবারসহ নানা রকমের বর্জ্য ফেলা হচ্ছে নিয়মিত। এছাড়া কুলিয়ারচর বাজারের হোটেল-রেস্তোরাঁ ও সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো একই ভাবে তাদের বর্জ্য ফেলছে এ নদীতে।

কুলিয়ারচর লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সকালের আড়ৎ শেষে মাছ বহনের বড় বড় প্লাস্টিক ও ককশিটের বানানো জুড়ি ফেলা হচ্ছে নদীতে। শতাধিক আড়ৎ ব্যবসায়ী সকলেই এভাবে ফেলছে তাদের প্রতিদিনের বর্জ্য। এছাড়া কুলিয়ারচরের পৌর এলাকার সকল বর্জ্যও এখানে ফেলা হচ্ছে। ফলে মারাত্মক হুমকির মুখখে পড়ছে এই নদী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী সাংবাদিকদের বলেন, মৎস্য আড়ৎ ও পৌর এলাকার বর্জ্য নদীতে না ফেলার জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলা হবে। তারপরও কেউ ময়লা ফেললে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এস/এসপি/আগস্ট ০৭, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test