E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

২০১৪ সেপ্টেম্বর ০৮ ১৭:৩১:১১
হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি : ‘টেকসই উন্নয়নের মূল কথা, সাক্ষরতা আর দক্ষতা’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ব্র্যাক, এফআইভিডিবি, এসডিএম ফাউন্ডেশন ও আরপিআরএস।

সকালে জেলা প্রশাসন ও এসডিএম ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণেএকটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইন্দু কুমার দাশ। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, গণসাক্ষরতা অভিযানের প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, সুপ্র সভাপতি এডভোকেট আবু বক্কর ছিদ্দিকী, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. ফিরুজ ভূইয়া, এসডিএম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সুব্রত বৈষ্ণব ও হোসেডের প্রধান নির্বাহী জাফর ইকবাল।

সভায় জানানো হয়, দেশে স্বাক্ষরতা হার ৬৫ শতাংশ হলেও হবিগঞ্জ জেলায় মাত্র ৪৭ শতাংশ। সরকারের পাশাপাশি এনজিওগুলো শিক্ষাতরী, প্রাক-প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরও বড় ধরণের পরিবর্তন হচ্ছে না। এ ব্যাপারে কর্ম পরিকল্পনা গ্রহণের উপর জোর দেয়া হয়।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test