E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পল্লী উদ্যোক্তার মাঝে করোনা প্রনোদনার ২২ লাখ টাকা ঋণ বিতরণ

২০২১ আগস্ট ১২ ১৫:২৯:০২
পল্লী উদ্যোক্তার মাঝে করোনা প্রনোদনার ২২ লাখ টাকা ঋণ বিতরণ

অমল তালুকদার, (বরগুনা) : 'এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ ' শীর্ষক স্লোগান নিয়ে কভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১ টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে পাথরঘাটা পল্লী উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির প্রধানমন্ত্রী ঘোষিত কভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা ১৩ জন পল্লী উদ্যোক্তার প্রণোদনা ঋণ হিসেবে ২২ লাখ টাকা বিতরণ করেন। তার মধ্যে ৪ জন মৎস্য চাষি, ৭ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ২জন গাভী পালনকারী। এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, কভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়। নামমাত্র ৪ভাগ মুনাফায় দুই বছরের ১৮ কিস্তিতে পরিশোধ করতে হবে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রাম হবে শহর। শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামের মানুষ পাবে। যারা ঋণ গ্রহণ করেছেন তাদের সঠিকভাবে কাজে লাগানোর অনুরোধ করেন।

(এটি/এসপি/আগস্ট ১২, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test