E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

২০২১ আগস্ট ১৮ ১৫:৩২:১২
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইতিমধ্যেই পানিবন্দি হয়ে পড়েছে জেলার বিস্তীর্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ।

গত ২৪ ঘন্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার (১৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কাজিপুর মেঘাইঘাট পয়েন্টেও অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইতিমধ্যেই পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার অন্তত ২৫ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, শাক-সবজিসহ বিভিন্ন ফসল। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। তবে বন্যা কবলিত এলাকায় এখনো শুরু হয়নি ত্রান তৎপরতা।
সিরাজগঞ্জ জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, বন্যা কবলিত এলাকায় ত্রান তৎপরতা চালানোসহ সকল প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের। নির্দেশনা পেলেই ত্রান তৎতপরতা শুরু করা হবে।

(আইএইচ/এএস/আগস্ট ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test