E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে ভ্রাম্যমান আদালতে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

২০২১ আগস্ট ১৮ ১৮:২৪:০৯
রাজারহাটে ভ্রাম্যমান আদালতে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত ২মাদক ব্যবসায়ী আটক করে কারাদণ্ড প্রদান করেছে। 

পুলিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৭আগষ্ট) সন্ধ্যায় রাজারহাট উপজেলা সহকারী ভূমি কমিশনার আকলিমা বেগমের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি উপপরিচালক আবু জাফর পৃথক পৃথক দু’টি অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার চাকিরপশার ইউপির ফুলখাঁর চাকলা বাজারে অবস্থিত পরিত্যক্ত একটি গোডাউনে গাঁজা সেবনরত অবস্থায় ৫০ গ্রাম গাঁজাসহ অর্জুনমিশ্র এলাকার মৃত যতীশ কার্জ্জীর পুত্র অমূল্য কার্জ্জী (৪৫) কে আটক করে।

পরে তাকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন মাসের কারাদন্ড এবং একই ইউপির চাকিরপশার পাঠক এলাকার ছপুর উদ্দিনের পুত্র আব্দুল মান্নান (৪৮) কে ৫০ গ্রাম গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে আব্দুল মান্নানকে দুই মাসের কারাদন্ড প্রদান করেছে।

(পিএস/এসপি/আগস্ট ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test