E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

২০১৪ সেপ্টেম্বর ০৯ ১৫:০২:১৬
চাটমোহরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রামে ১০ দিন ব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য ও সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার কামাল, বিআরডিবি কর্মকর্তা এসএম এমদাদুর হক প্রমূখ।

গ্রামের ৩২ জন মহিলা ও ৩২ জন পুরুষ এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের আইন শৃঙ্খলা, শরীর চর্চা, ইভটিজিং, গর্ভকালীন ও গর্ভ পরবর্তী মাতৃত্ব সেবা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, হাস-মুরগী ও পশুপালন, মৎস্য চাষসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

(এসএইচএম/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test