E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদের নামে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ 

২০২১ আগস্ট ১৯ ১৮:৪৫:০৮
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদের নামে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বানে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে শিয়ালকোলের বিভিন্ন  গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদের নামে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ করা হয়। এসময় গত বছর রোপণ করা বিভিন্ন বৃক্ষ পরিদর্শন এবং মরে যাওয়া বৃক্ষ পূণঃরোপনও করা হয়।

শিয়ালকোলের গণহত্যা অনুসন্ধান কমিটি জানায়, সকালে ইউনিয়নে শিবনাথপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও শহীদ সেকেন্দার আলীর নামে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ করা হয়। এরপর শিয়ালকোল স্কুল প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরকারের নামে রোপণ করা বৃক্ষ মরে যাওয়ায় একই স্থানে পুনরায় কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ করা হয়। একই সময় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও সোহরাব আলীর নামে গতবছর লাগানো কৃষ্ণচূড়া বৃক্ষ পরিদর্শন করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফজলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক খোন্দকার, সংগঠক বাসদ নেতা নব কুমার কর্মকার, শহিদুল আলম, আবদুল হাই শেখ, রুবেল হোসেন, আবুল কালাম আজাদ (৩), আবদুল ওয়াহাব তালুকদার, বিমল কুমার রবিদাস, মুন্নাফ খোন্দকার, মাহবুবুল হক, মোঃ মানিক, আনোয়ার হোসেন, মোছাঃ সিদরাতুলমুনতাহা এবং শিয়ালকোলের গণহত্যা অনুসন্ধান কমিটির সদস্য সহ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(আই/এসপি/আগস্ট ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test