E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুপুর গড়ে একটি 'ক্যাফে পাহাড়িয়া'

২০২১ আগস্ট ২১ ০৪:১২:১৪
মধুপুর গড়ে একটি 'ক্যাফে পাহাড়িয়া'

টাংগাইল প্রতিনিধি : বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ। এই কথাটা লোকমুখে বহুল প্রচলিত। এর পাশাপাশি বাঙ্গালি যে আড্ডাপ্রিয় এবং খাদ্য রসিক সেটা ভুললেও চলবে না। মধুপুর গড়ের নিকট ময়মনসিংহ- টাংগাইল হাইওয়েতে কয়েকজন স্বপ্নপ্রিয় তরুণ গড়ে তোলেন এই "ক্যাফে পাহাড়িয়া"।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা'র উদ্যোগে দুইজন রেলওয়ে কর্মী এবং অন্যজন আনন্দ মোহন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর প্রচেষ্টায় গড়ে উঠেছে 'ক্যাফে পাহাড়িয়া'; এর যাত্রা এক মাস আগে শুরু হলেও অল্পদিনেই সকল মহলে খুব ভালো সাড়া ফেলে দিয়েছে বাঁশের তৈরি নান্দনিক আসবাবপত্র এবং ঘরগুলো মুহূর্তেই আপনার মন কেড়ে নিতে বাধ্য। তাদের লক্ষ্য বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা, মধুপুরের আদিবাসী সংস্কৃতিও ফুটিয়ে তোলা হচ্ছে সেখানে। খাবারের তৈজসপত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে মাটি এবং বাঁশের তৈরি জগ, গ্লাস, প্লেট, মগ, কাপ প্রভৃতি। খাবারের তালিকায় থাকা খাবারগুলোও মুখরোচক। যার মাঝে রোজেলা চা অন্যতম; যা বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে। এছাড়া ফাস্ট ফুড, ড্রেজার্টসহ রয়েছে বিভিন্ন রকম খাবার। সন্ধ্যে হলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আড্ডা-গানে জমজমাট থাকে এই 'ক্যাফে পাহাড়িয়া'। মধুপুর বাসস্ট্যান্ড হতে ময়মনসিংহ রোডে ৪ কি.মি. দূরেই এর অবস্থান। তাই টাংগাইলের মধুপুরের মধ্যেই কয়েক মুহূর্তের শান্তির ঠিকানা খুঁজতে একবার 'ক্যাফে পাহাড়িয়া'তে ঘুরে আসাই যায়।

(পিএস/২১ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test