E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় মৎস্য পদক পাচ্ছেন এমপি ফজলে করিম চৌধুরী

২০২১ আগস্ট ২১ ১৫:২১:৩৪
জাতীয় মৎস্য পদক পাচ্ছেন এমপি ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি : মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের জাতীয় মৎস্য পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।  

আগামী ২৯ আগস্ট জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করবেন।

এবিএম ফজলে করিম চৌধুরী হালদা নদীর মৎস্য প্রজনন বৃদ্ধিতে পোনা অবমুক্তকরণ এবং হালদা নদীকে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষণায় বিশেষ অবদানসহ হালদার পাড় রক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করেন। এ ছাড়াও তার নেতৃত্বে হালদা নদীর মা-মাছ রক্ষায় বিশেষ টিম গঠনের পাশাপাশি অভিযান পরিচালনা করে রাউজান উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি বলেন, এটি জাতীয় সর্বোচ্চ পুরস্কার। ২০১৪ সাল থেকে তিনি হালদা নদীকে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষণা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। এরই ফলস্বরূপ হালদা নদী বঙ্গবন্ধু হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ছাড়াও স্যার হামদা নদী রক্ষায় নানান পদক্ষেপ নিয়েছেন। এমনকি অপরাধী দমনে তিনি কঠোর ছিলেন। অপরাধীদের ধরে দিতে তিনি পুরস্কার ঘোষণা করেছেন। এককথায় এ পুরস্কার তার প্রাপ্য ছিল। আমরা তার সঙ্গে কাজ করে আনন্দিত।

(জেজে/এসপি/আগস্ট ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test