E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গী ৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও পবিত্র আশুরার দোয়া

২০২১ আগস্ট ২১ ১৬:১০:২৪
টঙ্গী ৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও পবিত্র আশুরার দোয়া

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : চিরসবুজ বন্ধুত্বের বন্ধন। আর সেই বন্ধুত্বের টানে টঙ্গী ৯৫ ব্যাচ বিভিন্ন উপলক্ষ কেন্দ্র করে পালন করে নানান আয়োজন। পারস্পরিক সুখ-দুখে দেখা সাক্ষাৎ, হাসি- আড্ডায় প্রানবন্ত থাকতেই যতো উপলক্ষ খোঁজা। 

গতকাল শুক্রবার ১০ই মহরম দিনটিকে ঈদ পুনর্মিলনীর জন্য বেছে নিয়েছে টঙ্গী ৯৫ ব্যাচ। উদ্দেশ্য পবিত্র আশুরার ন্যায়-নীতি, শিশু অধিকার, নারীর সম্ভ্রমসহ নানান শিক্ষার অমর ইতিহাস স্মরণ করে নিজেদের উজ্জীবিত করা। গাজীপুর মহানগর টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমী রোডে অর্ধশতর উপরে বন্ধুরা একসাথে হয়ে দোয়া করেছে। দোয়া পরিচালনা করেছেন, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাঈদুর রহমান। ইসলামে ১০ই মহরম হযরত আদম (আঃ) এর সৃষ্টি, ফেরাউনকে ডুবিয়ে মারা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আঃ) কে নমরুদের অগ্নীকুন্ড হতে রক্ষা, কিয়ামত সংগঠিত হবার সময়সহ বহুবিদ কারনে দিনটি অত্যন্ত গুরুত্বপুর্ণ।

হযরত মুহাম্মদ (সঃ) এর দৌহিত্র হুসাইন ইবনে আলীসহ তার সঙ্গী শহীদদের জন্য দোয়া এবং দেশবাসীর কল্যাণ কামনাসহ করোনা মহামারী হতে জাতির মুক্তির জন্য টঙ্গী ৯৫ ব্যাচ দোয়াকরে। ঈদ পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলো ৯৫ ব্যাচের বন্ধুদের মধ্যে ৯৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুন-অর-রশিদ, ডেফোডিল ইউনিভার্সিটির অধ্যক্ষ সরোয়ার্দী মোল্ল্যা, সমাজ সেবক পারভেজ বাবু, ব্যবসায়ী কাজী শিমুল, মোঃ আনোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, সুন্দরবন কুরিয়ার সার্ভিস টঙ্গীর ব্রাঞ্চ ম্যানাজার সোহেল আহমেদ, ডাঃ মাসুদ মোল্ল্যা, টুটুল, মোস্তফা, গাজীপুর নির্মাণ শ্রমিক ইউনয়ন খা-পাড়া সাধারণ সম্পাদক শেখ সোহেল, নুরুল্লাহ বাবু, আনিস-উল-মোস্তাক, সংবাদকর্মী জসিম উদ্দিন জুয়েল, মোঃ খালেদ, শহীদুল্লাহ, হাবিবুর রহমান, মাসুম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদুল কবির, তোফাজ্জলসহ অনেকে। পরিবেশন করা হয়, সফি উদ্দিন রোডের জনপ্রিয় পেয়ালার দোসা চা, গ্রীল মুরগী, গরুর মাংস ভুনা, স্পেশাল সালাদ, নান রুটি, ক্ষির-পায়েস, সেমাইসহ সফট ড্রিংকস।

(জেজে/এসপি/আগস্ট ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test