E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গোবিন্দগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ

২০২১ আগস্ট ২২ ১১:৫৭:৩৬
গোবিন্দগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে নির্মিত বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ০১ মিনিট নীরবতা পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। 

এরপর বিকেলে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, প্রচার সম্পাদক নুরে আলম ছিদ্দিক, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন, উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাপ্পী, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, জালাল উদ্দিন রুমি, জেলা ছাত্রলীগের সহসভাপতি শফিউল ইসলাম হিরু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার,ফরহাদ আলীসহ পৌর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(এসআরডি/এএস/আগস্ট ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test