E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইয়াবা ব্যবসায়ীকে আটক করায় টেকনাফ স্থল বন্দরে ধর্মঘট অব্যাহত

২০১৪ এপ্রিল ২৩ ১৩:৪৯:৫৭
ইয়াবা ব্যবসায়ীকে আটক করায় টেকনাফ স্থল বন্দরে ধর্মঘট অব্যাহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ ব্যবসায়ী আটকের প্রতিবাদে টেকনাফ স্থল বন্দরে অনিদির্ষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। টেকনাফ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আয়াছ ও সদস্য জিয়াবুল হোসেনকে আটকের প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানী-রপ্তানিকারক সমিতি ও ট্রাক মালিক-শ্রমিক এসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘট আহবান করে। ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে টেকনাফ স্থল বন্দরে সকল প্রকার পণ্য উঠা-নামা ও আমদানী- রপ্তানী বন্ধ রয়েছে।

এদিকে টেকনাফের বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ৪২ এর সদস্যদের হাতে আটক ২ ব্যবসায়ীকে টেকনাফ থানা পুলিশ আদালতে প্রেরণ করলে মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়।
টেকনাফ স্থল বন্দরের অপারেশন ম্যানেজার আবু নুর খালিদ জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষ সার্বিক কার্যক্রম সচল রাখার জন্য প্রস্তুত থাকলেও ধর্মঘটের কারনে মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দরের সকল প্রকার পণ্য উঠা-নামা ও আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে।
টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, ইয়াবা বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযুক্ত ২ ব্যবসায়ীকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এটা আইন-আদালতের ব্যাপার।
টেকনাফ থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া জানিয়েছেন, আটক ওই ২ ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করলে আদালত জেল হাজতে প্রেরণ করে।
টেকনাফ স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক এহেতেশামুল হক বাহাদুর জানিয়েছেন, বিজিবি’র সমস্যদের হাতে আটক ২ ব্যবসায়ীর বিরুদ্ধে হয়রানী মূলকভাবে মামলা দায়ের করা হয়েছে। তারা টেকনাফ স্থল কন্দরের বৈধ ব্যবসায়ী। বিজিবির দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তি এবং এ ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জড়িতদের শাস্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত রয়েছে। একই দাবিতে বুধবার জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, টেকনাফে ইয়াবা বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ইয়াবাসহ ৫ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ৪২ এর সদস্যরা। এদের মধ্যে মো. আয়াছ ও জিয়াবুল হোসেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কোষাধক্ষ ও সদস্য। তাদেরকে আটকের প্রতিবাদে ৩ টি সংগঠন মঙ্গলবার থেকে এ ধর্মঘট পালন করছে।
(টিটি/এএস/এপ্রিল ২৩, ২০১৪)



পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test