E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ হাজার মুঠোফোন নম্বর মুখস্থ

২০১৪ সেপ্টেম্বর ০৯ ১৭:৪৫:৪৬
৩ হাজার মুঠোফোন নম্বর মুখস্থ

রাজশাহী প্রতিনিধি : প্রায় তিন হাজার ব্যক্তির ব্যবহৃত মুঠোফোন নম্বর মুখস্থ বলতে পারেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার হেজাতিপাড়া মহল্লার শাহিন।

তিনি প্রায় ১৪ বছর ধরে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত থাকায় প্রতিদিনই নতুন নতুন নম্বর মুখস্থ করার সুযোগ পান।

২০০০ সাল থেকে মোবাইল নম্বরের সঙ্গে পরিচিত হওয়ার পর থেকে অদ্যাবধি তিন হাজার মোবাইল নম্বর মুখস্থ হয়েছে তার।
গ্রামীণফোনের একটি মোবাইল ফোন দিয়ে ২০০০ সালে তিনি ব্যবসা শুরু করেন।

শাহিন জানান, দু-একবার ফ্লেক্সিলোড দেওয়ার পরই ওই নম্বরটি মুখস্থ হয়ে যায় তার। যারা নিয়মিত তার দোকানে ফ্লেক্সিলোড করতে আসেন, তাদের সবার নম্বর প্রায় মুখস্থ রয়েছে। দোকানে এসে মোবাইল ফোন ব্যবহারকারীর শুধু নাম বললেই ফ্লেক্সিলোড দিতে পারেন।

তিনি জানান, শখের বশে তিনি এমনটি রপ্ত করেছেন। প্রতিদিনই দু-একটা নম্বর মুখস্থ হয়ে যায়। তার ইচ্ছা, এই প্রতিভার মাধ্যমে টেলিভিশনের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা। বিশেষ করে, বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে যাওয়ার সুযোগ পেলে তার সাধনা পূর্ণ হতো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test