E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা

২০২১ আগস্ট ২৩ ১৫:৫০:২৭
সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে দাম্পত্য কলহে শিল্পী আক্তার (২৫) নামে ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে ইলেকট্রিক মিস্ত্রি স্বামী শওকত আলী (৩৫) দাবি করেছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছে তার স্ত্রী।

প্রাথমিক সুরতহালে নিহতের পেটে আঘাতের চিহ্ন ও ডান হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত বৈদ্যুতিক ছেঁকার চিহ্ন দেখা গেছে।

সোমবার (২৩ আগস্ট) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (২২ আগস্ট) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বাউসি মধ্যপাড়া গ্রামে মৃত শাহজাহান আলীর ছেলে শওকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পার্শ্ববর্তী জারিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৩ সালে শওকত ও শিল্পী আক্তারের বিয়ে হয়। তাদের পরিবারে রোজা খাতুন নামে ৪ বছর বয়সী তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এই কলহ আদালত পর্যন্ত গড়ায়। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এ নিয়ে আদালতে মামলা হলে হাজতবাস করেন শওকত আলী। জামিনে এসে তিনি পুনরায় শিল্পী আক্তারকে বিয়ে করেন। কিন্তু দাম্পত্য কলহ থামেনি।

এদিকে, রবিবার বিকেলে শিল্পী আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রচার করে তার স্বামী। বিষয়টি এলাকায় সন্দেহের সৃষ্টি হলে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায় থানা পুলিশ।

নিহতের স্বামী শওকতের দাবি, তার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। চিকিৎসার জন্য তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

নিহতের ছোটবোন শিফা আক্তার জানান, দুলাভাই আমার বোনকে প্রায়ই নির্যাতন করে বাড়ি পাঠিয়ে দিতেন। গতকাল বোনকে মারধর করে বিদ্যুতের শক দিয়ে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। এ ঘটনায় আমরা মামলা করব।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এসপি/আগস্ট ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test