E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় এসএমই কৃষকদের পুরস্কার বিতরণ

২০২১ আগস্ট ২৪ ১৮:১৮:২৫
সাতক্ষীরায় এসএমই কৃষকদের পুরস্কার বিতরণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসল্যা বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় এসএমই কৃষকদের পুরস্কার করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় খামারবাড়িতে অনুষ্ঠিত ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হুমায়ুন কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, কৃষিবিদ সাইফুল্লাহ সহ এসএমই কৃষকবৃন্দ।

বক্তারা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়তে কৃষি প্রধান এদেশে কৃষক বাঁচাতে সরকার অঙ্গিকারবদ্ধ। কৃষি উতপাদন বাড়াতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকার চায় কৃষি পন্য আমদানি না করতে। আর সেজন্য কৃষি উতপাদন বাড়াতে কৃষকদের এগিয়ে আসার আহবান জানিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিশেষ পুরস্কাওে পুরস্কৃত করা হচ্ছে।

মান সম্মত বীজ উতপাদন করায় কৃষক আব্দুর রশিদকে প্রথম, অমল কুমার সরকার দ্বিতীয় ও আতিয়ার রহমানকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়েছে।

(আরকে/এসপি/আগস্ট ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test