E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে শতবর্ষী গাছের ডাল ভেঙ্গে পড়ার আতঙ্কে ১১টি পরিবার

২০১৪ এপ্রিল ২৩ ১৪:১৯:১২
মদনে শতবর্ষী গাছের ডাল ভেঙ্গে পড়ার আতঙ্কে ১১টি পরিবার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদন উপজেলার ভূমি অফিস সংলগ্ন শতবর্ষের একটি রেন্ট্রি গাছের ডাল পালা চর্তুদিকে ছড়িয়ে পড়ায় কাল বৈশাখীর ঝড়ের আতঙ্কে ১১টি পরিবার। বর্তমানে আকাশে মেঘ দেখলেই ভূমি অফিসসহ এই পরিবার গুলোর সদস্যরা ঘরের উপর ডাল ভেঙ্গে পড়ার ভয়ে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকে।

এই অবস্থা থেকে পরিবারের সদস্যদের রক্ষা করার লক্ষ্যে এলাকাবাসী বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেন। কর্তৃপক্ষ বিষয়টি সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেন। উপজেলা প্রকৌশলী মো. হায়দার আলী মিয়া জানান, সরজমিনে তদন্ত করে উক্ত গাছের ডাল কাটার করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম আমাদের এই প্রতিনিধিকে জানান, তদন্ত প্রতিবেদন পেয়েছি এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার অভিজ্ঞ মহলের ধারণা, এই কালবৈশাখীতে দ্রুত রেন্ট্রি গাছের ডাল কাটা না হলে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে।
(এএমএ/এএস/এপ্রিল ২৩, ২০১৪)



পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test