E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ পেশাদার চোর গ্রেপ্তার

২০২১ আগস্ট ২৫ ১৪:১২:০৭
মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ পেশাদার চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী জুড়ি উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ আহমেদ সায়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের দাবি আটক সায়েল একজন পেশাদার মোটর সাইকেল চোর। 

গত ২৩ আগষ্ঠ সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার মানিকসিংহ বাজারের ব্রীজের পূর্ব পাশে অভিযান চালিয়েYamaha R-15,v3মডেলের নীল রংয়ের চোরাই মোটর সাইকেলসহ আহমেদ সায়েল (২২) নামের ওই যুবককে আটক করা হয়। আটক আহমেদ সায়েল উপজেলার জয়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুল লতিফ এর ছেলে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এস আই) আজিজুর রহমান নাইম বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-০৮/২১)।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্য মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটক সায়েল একজন পেশাদার চোর। তিনি জানান,উদ্ধার হওয়া মোটর সাইকেলের বাজার মূল্য প্রায় ৫লক্ষ ২০ হাজার টাকা।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ি উপজেলার ৫ নং জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আহমেদ সায়েল এর বসতঘরে একটি চোরাই মোটর সাইকেল আছে, সে মোটরসাইকেলটি বিক্রয়ের জন্য স্থানীয় মানিকসিংহ বাজারে আসছে এমন তথ্যে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফোর্সসহ মানিকসিংহ বাজারের ব্রীজের পূর্ব পাশে অবস্থান করে ডিবি পুলিশ। এসময় এক ব্যাক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে মোটর সাইকেলসহ ওই যুবককে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসবাদে তাঁর নাম আহমেদ সায়েল বলে জানায় সে। এসময় উদ্ধারকৃত মোটর সাইকেলের কোন বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মোটর সাইকেলটি প্রাথমিকভাবে চোরাই বলে প্রতিয়মান হয়। জিজ্ঞাসাবাদে সায়েল আরো জানায়, মোটর সাইকেলটি এক মাস আগে দেড়লক্ষ টাকা দিয়ে উপজেলার ফুলতলা বাজারের হৃদয় মিয়া (১৯) ও জুড়ি চৌমুহনা এলাকার এনামূল (২০) নামে দুই ব্যক্তির কাছ থেকে সে ক্রয় করে।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত যুবক হৃদয়কে উপজেলার ফুলতলা বাজার এলাকা থেকে বুধবার (২৫ আগস্ট) সকালে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্য মোহাম্মদ বদিউজ্জামান। তবে অপর অভিযুক্ত এনামুল পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

(একে/এসপি/আগস্ট ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test