E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাস্টমসের মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণা, কারাগারে ৩

২০২১ আগস্ট ২৬ ২৩:৫৮:০৪
কাস্টমসের মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণা, কারাগারে ৩

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ফেসবুকে আইডি খুলে অনলাইনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউজ থেকে মোটর সাইকেল বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে খুলনা জেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া এলাকার আসাদ মোল্লার ছেলে রাকিবুল ইসলাম সুমন (২৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন সেন্টুর ছেলে সাথিল বিন আব্দুল্লাহ তুরিপ (২০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কলবাড়ি গ্রামের জামিল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার মীম (২২)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে আইডি খুলে সাতক্ষীরা ভোমরা কাস্টমস হাউজ থেকে সম্পূর্ণ নতুন মোটর সাইকেল বিক্রির ভূয়া প্রচারণা দিয়ে আসছিলেন। অনলাইনে দেওয়া নম্বরে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার সেনা সসদ্য আব্দুল জহির গাজী তাদের প্রতারণার ফাঁদে পড়েন। তার নিকট থেকে মোটর সাইকেল বিক্রির নামে ৯১ হাজার টাকা হাতিয়ে নেন এই প্রতারক চক্রটি।

তিনি আরও জানান, এ ঘটনায় সেনা সদস্যের আত্মীয় আব্দুস সালাম তরফদার বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (৩৬ নং) দায়ের করেন।

মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের এই সদস্যদের শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত তিন আসামীর মধ্যে রাকিবুল ইসলাম সুমন বৃহস্পতিবার বিকেলে জ্যেষ্ট বিচারিক হাকিম বিলাম মণ্ডলের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/আগস্ট ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test