E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সভাপতি শরীফ, সম্পাদক রিপন

বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

২০২১ আগস্ট ২৮ ১৩:৩৬:৫১
বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ :‘জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে ২৬ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ শরীফ আহমেদ’কে সভাপতি, মিজানুর রহমান রিপন’কে সাধারণ সম্পাদক, সঞ্জয় ঘোষ মিটু’কে সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ ফাহিমা আক্তার পলিকে ট্রেজারার নির্বাচিত করে কিশোরগঞ্জ জেলার আংশিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলাব্যাপী বইপড়া আন্দোলন বেগবান করতে সুধীমহলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন, ভৈরব শিশু পাঠাগারের সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ, এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রিপন, আনন্দমোহন বসু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সঞ্জয় ঘোষ মিঠু, আব্দুল গণি কারিগরী স্কুল এন্ড কলেজ পাঠাগারের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি, কালের নতুন সংবাদ সাহিত্য পরিষদ পাঠাগারের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, শেখ আলীম ইলিম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. এমদাদ উদ্দিন সবুজ, শেখ বাড়ি আলোকিত পাঠাগারের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, হাকিম মুহা ফজলুর রহমান পাঠাগারের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ, জ্ঞানের আলো পাঠাগারের সদস্য সাবরিনা রহমান পূর্ণ, সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. হানিফ, শহীদ টিটু স্মৃতি পাঠাগারের সভাপতি হাবিবুর রহমান মুক্তু, পুনর্বিন্যাস পাঠাগারের সভাপতি রাতুল হরিত, কামালপুর গণ পাঠাগারের সভাপতি আরিফুল হক জব্বার, নিরিবিলি পাঠাগারের সভাপতি ডা. সাজ্জাদ হোসেন সবুজ, ইসমাইল হোসেন স্মৃতি পাঠাগারের সভাপতি মো. শহীদুল্লাহ প্রমুখ।

(এস/এসপি/আগস্ট ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test