E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জঙ্গিরা ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে’

২০২১ আগস্ট ২৮ ১৭:০৭:০৩
‘জঙ্গিরা ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাংসদ ডা. আফম রুহুল হক বলেছেন, ১৫ই আগস্টের খুনী এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী ও তাদের দোসররা এখনও বাংলাদেশে ষড়যন্ত্র করছে। তারা নিজেদের সংগঠিত করছে এবং এই সরকারের যাত্রাপথকে বাধাগ্রস্থ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, দেশে নতুন করে জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এদের সবাইকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 

জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টে নিহতদের স্মরনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ডা. আফম রুহুল হক আরও বলেন, ১৫ই আগস্টে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশ থেকে তার নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু খুনীদের সেই আশা সফল হয়নি। একইসাথে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, হামলাকারী চক্রটি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এতেও তারা সফল হতে পারেনি। এখন এই গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করছে এবং জঙ্গিরা তাদের সহযোগী হিসাবে মাথা উচু করার চেষ্টা করছে।

শনিবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, ফিরোজ কামাল শুভ্র, মোঃ হারুনার রশিদ, কাজী আক্তার হোসেন প্রমুখ নেতা।

এদিকে এর আগে শনিবার সকালে সাতক্ষীরার প্রতাপনগরে সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আম্পানে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রানসামগ্রী বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

অপরদিকে একইদিনে কলারোয়ায় জনতা ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসে শহীদদের স্মরণ করে ত্রানসামগ্রী বিতরন করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপন মোঃ আসাদুজ্জামান ও খুলনার মোঃ হুমায়ুন কবির। তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ত্রানসামগ্রী বিতরন করেন।

(আরকে/এসপি/আগস্ট ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test