E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি নিয়ে বিরোধ

সাতক্ষীরার ইটাগাছায় রান্নাঘর ও দোকান ভাঙচুর শেষে লুটপাট, আহত ২

২০২১ আগস্ট ২৮ ১৭:৫৩:২৬
সাতক্ষীরার ইটাগাছায় রান্নাঘর ও দোকান ভাঙচুর শেষে লুটপাট, আহত ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র  করে এক ভূমিহীন পরিবারের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। বাধা দেওয়ায় ওই পরিবারের দু’ নারী ও পুরুষকে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছার আকবর আলীর ছেলে জাকির হোসেন (২৮)ও ছেলে আলমগীর হোসেনের স্ত্রী তাছলিমা খাতুন (২২)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন জানান, তার চাচা ইয়াছিন আলীর কাছ থেকে জমি কেনেন একই এলাকার জামায়াত কর্মী আহম্মদ আলী। ২০১৩ সালে সাতক্ষীরায় নাশকতার ঘটনায় তিনি পলাতক রয়েছেন। আপোষসূত্রে ইয়াছিন আলীর কাছ থেকে কেনা জমির সীমানা না মেনে তাদের অংশের জমি দাবি করে আসছে আহম্মদ আলীর ভাই মোহাম্মদ আলী, আহম্মদ আলীর ছেলে সাইফল ইসলাম, রাজু ও খলিলুর রহমান।

এ নিয়ে প্রতিনিয়ত বিরোধ বাঁধত তাদের সঙ্গে। এরই একপর্যায়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আহম্মদ আলীর ছেলে সাইফুল, রাজু, খলিল, আহম্মদ আলীর ভাই মোহাম্মদ আলী, ইয়াছিন আলীর ছেলে আব্দুস সামাদ, মোহিদ, মোহিদের স্ত্রী রোজিনা, শহীদের স্ত্রী আনোয়ারা, সামাদের স্ত্রী ফতেমা ও সুরত গাজীর ছেলে আনোয়ার হোসেনসহ কয়েকজন তাদের রান্নাঘর, দোকানঘর ভাঙচুর ও লুটপাট করে। ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় তাকে ও তার ভাবী তাছলিমা খাতুনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। এ সময় ছিনিয়ে নেওয়া হয় একটি সোনার চেইন ও একটি নাকফুল। থানায় অভিযোগ করার পরও তারা প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন জাকির।

এ ব্যাপারে ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল ঘুরে এসেছেন। বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

(আরকে/এসপি/আগস্ট ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test