E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ২ জ্বীনের বাদশা গ্রেফতার!

২০২১ আগস্ট ২৯ ১২:৪৮:২০
গোবিন্দগঞ্জে ২ জ্বীনের বাদশা গ্রেফতার!

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বীনের বাদশা সেজে গভীর রাতে মোবাইল ফোনে ধন দৌলত দেয়ার কথা বলে অভিনব কৌশলে এক গৃহবধুর কাছ থেকে স্বর্নের বালা,চেইনসহ বেশ কিছু টাকা হাতিয়ে নেয় জ্বীনের বাদশা প্রতারক চক্র।

পরে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্ত গৃহবধু এ বিষয়ে ঘটনা ও প্রতারকদের বর্ননা উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৯ তাং ২৮ /০৮/২০২১ইং। এই মামলাটি গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহার দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসানের তত্বাবধানে চৌকস পুলিশ অফিসার এস,আই আরিফুল ইসলাম ও এস,আই সজীবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দ্রুততম সময়ে এক অভিযান পরিচালনা করে শাকপালা (খানসা পাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে সাইদুল ইসলাম ও তালুক রহিমাপুর (চর) গ্রামের শ্রী বাসুদেব সরকারের ছেলে শ্রী চন্দন সরকার ( ৫২) দুই জীনের বাদশাকে গ্রেফতার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণের বালা-২ টা চেইন-২ টা বেসলেট ১টা স্বর্ণ বিক্রির নগদ টাকা- ৪৯০০০/-মোবাইল সিম কার্ড ১৯ টি ও ০২ টি মোবাইল সেট উদ্ধার পুর্বক জব্দ করেন।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসআইআর/এএস/আগস্ট ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test