E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যায় জড়ানো হচ্ছে দলীয় নেতাদের

২০২১ আগস্ট ২৯ ১৪:৪৮:৪৮
কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যায় জড়ানো হচ্ছে দলীয় নেতাদের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম হত্যায় এখন দলীয় নেতাদের ফাঁসানো হচ্ছে। প্রথম মামলায় ১৭ জনকে আসামী করা হলেও পরবর্তী আদালতে ৩৬ জনের নামে অভিযোগ দাখিল করা হয়। এ মামলায়ও মূল অভিযুক্ত তরিকৃল ইসলাম, রায়হানসহ ওই ১৭ ছাড়াও ইউনিয়ন, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১৯ জনের নাম অর্ন্তভূক্ত করা হয়েছে। এ ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে অবিলম্বে নিরীহ নেতাকর্মীদের নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মলন করেছে কলাপাড়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

রবিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান কলাপাড়া উপজেলা যুবলীগ কলাপাড়া উপজেলা শাখার সহ- সম্পাদক রাকিবুল ইসলাম রকি ও ছাত্রলীগ এমবি কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরন।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২৮ জুলাই রাকিবুলকে কুপিয়ে জখম করে ডান হাতের কব্জি কেটে ফেলে। এ ঘটনার ১০দিন পর গত ৭ আগষ্ট রাকিবুল ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যায়। রাকিবুলের উপর হামলার ঘটনায় ২৯ জুলাই তার মা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

তারা জানান, এ মামলায় পর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীরা হত্যাকারীদের শাস্তির দাবিতে মিছিল ও মানববন্ধন করে প্রকুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়। কিন্তু যারা রাকিবুল হত্যার ঘটনায় আন্দোলনের পক্ষে ছিলো এখন তাদেরই আসামী করেছে রাকিবুলের পিতা নাছির উদ্দিন মাতুব্বর।

তাদের অভিযোগ অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার, কলাপাড়া উপজেলা যুবলীগ কলাপাড়া উপজেলা শাখার সহ- সম্পাদক রাকিবুল ইসলাম রকি ও ছাত্রলীগ এমবি কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরন, মিজানুর রহমান মুছা,যুবলীগ কর্মী সাগরসহ অনেককে হয়রানীমূলক আসামী করা হয়েছে। যারা সবাই পৌর শহরের বাসিন্দা। একটি চক্র রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য রাকিবুলের পিতাকে দিয়ে এমন মামলা করিয়েছে বলে তারা জানান। তাই রাকিবুল হত্যায় জড়িতদের বিচার দাবি করে মামলা থেকে নিরীহ নেতাকর্মীদের নাম বাদ দেয়ার দাবি জানান।

সংবাদ সম্মলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব তালুকদার, সহ- সভাপতি অ্যাড. মজিবুর রহমান চুন্নু, সাংগঠনিক অ্যাড. সাইদুর রহমান সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, পৌর যুবলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান, যুবলীগ নেতা শাহরিয়ার সবুজ, পৌর কাউন্সিলর কালাম সরদার, মো. তারেকুজ্জামান তারেক প্রমুখ।

(এমকে/এসপি/আগস্ট ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test