E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থপোডিক্স সার্জন ডাঃ হাফিজউল্লাহর অপচিকিৎসার প্রতিবাদে মানববন্ধন

২০২১ আগস্ট ৩০ ১৭:৫১:৫৩
সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থপোডিক্স সার্জন ডাঃ হাফিজউল্লাহর অপচিকিৎসার প্রতিবাদে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থপোডিক্স ডাক্তার ও সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থপেডিক্স কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারি ডাঃ মোঃ হাফিজউল্লাহ’র অপচিকিৎসার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরের উপকন্ঠে মাহমুদপুর বাদামতলা বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। 

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অপচিকিৎসায় পঙ্গুতের শিকার মাহমুদপুর গ্রামের কামরুল ইসলাম, তার স্ত্রী মেহেরুণ নেছা, ব্যবসায়ী হাজী কওছার আলী, সাজ্জাত আলী সরদার, কলেজ ছাত্র আল-আমিন, রেজানুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ২০২০ সালের ১৯ আগস্ট সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মাহমুদপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী কামরুল ইসলাম সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থপেডিক্স কেয়ার ক্লিনিকে ভর্তি হন। অর্থপেডিক্স সার্জন ডাঃ মোঃ হাফিজউল্লাহ’র তার ডান পা অপারেশন করেন। এতে তার পায়ের ভাল অংশ কেটে হাড় থেকে মাংশ আলাদা করে ফেলায় পচন শুরু হয়। তার ক্লিনিকে টানা ৪৭ দিন রাখার পর রোগীর অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে তিনি ১ লাখ ২৪ হাজার টাকা নিয়ে রোগীকে বের করে দেন।

এক পর্যায়ে কামরুল ইসলামের ক্ষতিগ্রস্থ ডান পা কেটে বাদ দিতে হয়। পঙ্গুতের কারনে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কামরুল ইসলামসহ তার পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছেন। অপচিকিৎসক ডাক্তার হাফিজুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরন চেয়ে সিভিল সার্জনের নিকট ওই সময় অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা নেননি।

বক্তারা এ সময় সরকারি সদর হাসপাতালের জুনিয়র অর্থপোডিক্স সার্জন ডাঃ হাফিজুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

(আরকে/এসপি/আগস্ট ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test