E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা

২০২১ সেপ্টেম্বর ০২ ১২:৩৮:৫৫
মানব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ শান্ত, (নারায়ণগঞ্জ সদর) : আমরা চাইলেও একা একা দেশের জন্য কিছু করতে পারব না। তবে দশজনে একত্রে চাইলে অনেক কিছুই করতে পারি। কথায় আছে, ”দশের লাঠি একের বোঝা”। দশের একাত্বতা মানেই সংগঠিত হওয়া। আর সংগঠনের স্বেচ্ছাসেবকদের মানবিক সেবায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। পহেলা সেপ্টেম্বর বুধবার নারায়ণগঞ্জের চৌরঙ্গী ফ্লোটিং রেস্টেুরেন্টে মানব কল্যাণ পরিষদ আয়োজিত দিনব্যাপী সমাজ কল্যাণমূলক কর্মকান্ডে জড়িত সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফা জহুরা উপরোক্ত কথাগুলো বলেন।  

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা আয়শা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, অর্থ সচিব সাইফুল ইসলাম, প্রচার ও দপ্তর সচিব শাহাদাত হোসেন তৌহিদ, নৃত্য পরিচালক রুহিতা বিনতে আজিজ প্রমা ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। বক্তারা মানবিক গুণাবলী দিয়ে আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে সকলকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অফিসিয়াল ইমেজ মেম্বার ফাহমিদা হক ইলা, সুবর্ণা সিরাজ, সংগঠক মীযানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, সোনিয়া আক্তার, কবি এমআর সেলিম, স্বেচ্ছাসেবক তাবাস্সুম তাজিন রাত্রি, আকবর হোসেন জনি, নুসরাত, বৈশাখী আক্তার, ফারহানা তাসনিম, মুক্তা ও ঝুমি আক্তার প্রমুখ।

(এমএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test