E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

২০২১ সেপ্টেম্বর ০৩ ১৫:১৬:০২
মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা ও উপজেলা কর্মকর্তাদের মতনিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে জাতীয় মৎস্য সপ্তাহের আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে জুম প্লাটফর্মে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য অফিসার বাবুল কৃষ্ণ ওঝা, জেলা প্রাণিসম্পদ অফিসার, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার, জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষী, জেলে, মৎস্যজীবী প্রতিনিধিসহ সুধীমহল। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (সদর) তপন মজুমদার।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে প্রথম দিন ২৮ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার বাবুল কৃষ্ণ ওঝা, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার প্রমুখ। দ্বিতীয় দিন জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি মো: শাহ্ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণ, পোনামাছ অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালনের কর্মসূচির মধ্যে ছিলো ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, নিয়মিত প্রেস ব্রিফিং, মৎস্য সেক্টর নিয়ে সভা-সমাবেশ, চার উপজেলার চারজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ, জেলা মৎস্য অফিসারের সম্মেলন কক্ষে প্রান্তিক পর্যায়ের সফল মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, সদর উপজেলার দুধখালী ইউনিয়ন পরিষদে মৎস্য চাষীদের বিশেষ পরামর্শ সেবা ও পুকুরের মাটি ও পানি পরীক্ষার পরামর্শ প্রদান, মস্তফাপুর ও ইটেরপুল বাজারে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জেলা মৎস্য অফিসারের সম্মেলন কক্ষে ২০জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ প্রদান, উপকরণ বিতরণ ও চারজন মৎস্য চাষীকে ২৪০ কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

মাদারীপুর জেলা মৎস্য অফিসার বাবুল কৃষ্ণ ওঝা বলেন, ‘প্রতি বছরের মত এবারো আমরা করোনার মধ্যে স্বাস্থবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন করেছি। মৎস্য সপ্তাহ পালনের উদ্দেশ্য হলো, এই মৎস্য সেক্টরের সাথে যারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত তাদের উন্নয়নে সকলকে আরো সচেতন ও উদ্বুদ্ধ করা। এটাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই মৎস্য সপ্তাহ পালনের মূল লক্ষ। স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জনসভায় বলেছিলেন, ‘মাছ হবে আমার দেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।’ সেই লক্ষকে সামনে রেখে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী মৎস্যক্ষেত্র উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ফল স্বরূপ আজ আমরা মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।’

(ওকে/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test