E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত এমপি হাসিবুর রহমান স্বপন 

২০২১ সেপ্টেম্বর ০৩ ১৮:০৭:৪০
বাবা-মায়ের কবরের পাশে সমাহিত এমপি হাসিবুর রহমান স্বপন 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : লাখো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক শিল্প উপ-মন্ত্রী হাসিবুর রহমান স্বপন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল তিনটায় শাহজাদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং সাড়ে তিনটায় শাহজাদপুর মখদুমিয়া জামে মসজিদে তৃতীয় নামাজে জানাযা শেষে চুনিয়াখালি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে শুক্রবার ভোরে তুরস্ক থেকে প্রয়াত হাসিবুর রহমান স্বপনের মরদেহ ঢাকায় এসে পৌঁছে। সকাল সাড়ে ৮টায় ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমীনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে তার মরদেহ পাবনার বেড়া আব্দুল খালেক স্টেডিয়ামে আনা হয়। সেখানে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান টুকু ও বেড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সেখান থেকে এ্যাম্বুলেন্সযোগে তাঁর মরদেহ শাহজাদপুর দ্বারিয়াপুর মহল্লার নিজ বাডীর সামনে স্বজনদের দেখানোর জন্য রাখা হয়।

দুপুর ২টার দিকে শাহজাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেয়া হয়। সেখানে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের ভারপপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, প্রয়াত হাসিবুর রহমান স্বপনের বড় মেয়ে সম্পা রহমান সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় ।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া তিনটার দিকে মৃত্যুবরণ করেন হাসিবুর রহমান স্বপন।

(আই/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test