E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

‘স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’

২০২১ সেপ্টেম্বর ০৪ ১৪:২৪:৪৯
‘স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’

শেখ সাদ বীন শরীফ, নড়াইল : স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। যে কোন কাজ করার আগে একটি পরিকল্পনা করা দরকার। পরিকল্পনা ছাড়া কোন কাজ সফলভাবে সম্পন্ন হয়না।  নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন তেমনি একটি পরিকল্পনা নিয়ে মানুষের জন্য কাজ করছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপত্বির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে শনিবার নড়াইল এক্সপ্রেস হেল্থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে আলোচনা সভা, কেট কাটা এবং এক্সপ্রেস ফাউন্ডেশনের ইউনিয়ন ভলেন্টিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল-২ এমপি মাশরাফি বিন মর্তুজা অনুষ্ঠানে সভাপতিত্বে (ভার্চুয়াল মাধ্যম) প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুন্সী আসাদুজ্জমান, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন নিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন, শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত লাভলু, সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জমান ঝিন্টু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক প্রমুখ।

পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানের পরবর্তী সেশানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদর ও লোহাগড়া উপজেলার ২২টি ইউনিয়নের ভলেন্টিয়ারদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্য সেবা প্রদান, তৃণমূল পর্যায় হতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় খুঁজে এনে তাদের প্রশিক্ষণ, ফিটনেস সেন্টার নির্মাণ, বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনা নমুনা সংগ্রহে আর্থিক সহায়তা প্রদান, অক্সিজেন সেবা প্রদান, প্রায় ১০ হাজার মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান, পরিবেশ রক্ষার্থে ডাস্টবিন স্থাপন, সোলার লাইট বিতরণ, দরিদ্র কষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ,নড়াইলবাসীর সার্বিক নিরাপত্তায় সিসি টিভি স্থাপনসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

(এসবিএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test