E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁওয়ে লাইনে না দাড়িয়েই টিকা পাবেন মুক্তিযোদ্ধারা

২০২১ সেপ্টেম্বর ০৪ ১৮:০৭:৪৯
সোনারগাঁওয়ে লাইনে না দাড়িয়েই টিকা পাবেন মুক্তিযোদ্ধারা

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনা টিকা গ্রহণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট লাগবের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কোন সিরিয়াল (লাইনে দাড়ানো) ছাড়াই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সোনারগাঁও আসনের সাবেক সংসদ সদস্য,উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব আব্দুল্লাহ্ আল কায়সার।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা বয়জৈষ্ঠ। তারা এই গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক কষ্টকরে ভ্যাকসিন নিতে হয়। দীর্ঘ সময় লাইনে দাড়ানোয় তাদের শারীরিক অনেক সমস্যা হচ্ছে। এসব কথা চিন্তা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, পৌরসভা আওয়ামী লীগ,যুবলীগও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(এবি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test