E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ই-প্রসিকিউশনে সময়ের অপচয় রোধ ও পুলিশের দুর্নীতি কমবে’

২০২১ সেপ্টেম্বর ০৪ ২৩:১৭:৪৩
‘ই-প্রসিকিউশনে সময়ের অপচয় রোধ ও পুলিশের দুর্নীতি কমবে’

লক্ষ্মীপুর প্রতিনিধি : পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, 'ই-প্রসেকিউশনের মাধ্যমে তাৎক্ষনিকভাবে যে কোন গাড়ির আপডেট তথ্য জানা যাবে। এতে সময় অপচয় রোধ ও পুলিশের দুর্নীতিও কমবে। যা আগে মেট্রোপলিটন পুলিশে ছিল তা এখন প্রতিটি জেলায় চালু করার পরিকল্পনার অংশ হিসেবে লক্ষ্মীপুরেও চালু করা হলো।'

শহরের উত্তর তেমুহনীতে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ কার্যক্রমের উদ্বোধনকালে শনিবার দুপুর আড়াইটায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই ব্যবস্থা চালু হওয়ায় এখন থেকে গাড়ির চালককে জরিমানার টাকা ট্রাফিক পুলিশ কার্যালয়ে যেয়ে দিতে হবে না, তারা তাৎক্ষণিকভাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে তা জমা দিতে পারবেন। আগে জরিমানার টাকা কম-বেশি করার সুযোগ ছিল এখন আর তা হবেনা।

উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মুহাম্মদ রাইসুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ইফতেখার মাহমুদ সহ টিআই (প্রশাসন) জনাব মোঃ জাকির হোসেন প্রমুখ।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test