E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ত্রাণের অপেক্ষায় কুড়িগ্রামের বন্যাকবলিত লক্ষাধিক মানুষ

২০২১ সেপ্টেম্বর ০৫ ১৪:২৭:১৭
ত্রাণের অপেক্ষায় কুড়িগ্রামের বন্যাকবলিত লক্ষাধিক মানুষ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রযেছে। প্রায় সাড়ে তিনশ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ধরলা অববাহিকার ৪টি উপজেলার ৩৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। অপরদিকে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও চিলমারী পয়েন্টে এখনও বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গবাদী পশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে। পানি বন্দীর কারণে বিভিন্ন এলাকায় ২০ হাজার মানুষ ঘরবাড়ী ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বাঁধে ও নৌকায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের সাথে তাদের গবাদী পশু গুলিও রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বেরী বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নতুন করে ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে।

ত্রাণের আশায় অপেক্ষা করছে হাজারো বন্যার্ত মানুষ। উলিপুর উপজেলার হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, প্রথম দফায় ৬০০ মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হলেও আরো প্রায় ২ হাজার পরিবারকে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেয়া দরকার।

কুড়িগ্রামের ত্রান অফিস সুত্রে জানা গেছে, বন্যার্তদের জন্য ২৮০ মে. টন চাল ও সাড়ে ১২ লাখ টাকাবরাদ্দ করা হয়েছে। যা বিতরণ করা হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি কিছুটা অপরিবর্তিত রয়েছে। আশা করা যায় দু’ একদিনের মধ্যে উন্নতির দিকে যেতে পারে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test