E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলী প্রেসক্লাবে সন্ত্রাসী  হামলা

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৮:১০:০৩
আমতলী প্রেসক্লাবে সন্ত্রাসী  হামলা

বরগুনা প্রতিনিধি : বুধবার বরগুনার আমতলী প্রেসক্লাবে ঢুকে প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবের কেয়ারটেকার মঞ্জু সরদার (৫০) কে একদল সন্ত্রাসী কুপিয়ে আহত করেছে। আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নিবাসী আনিসুর রহমানের পুত্র এবং আমতলী পৌর শহরের উঠতি সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী  সবুজ (১৮) সন্ত্রাসী বাহিনী নিয়ে বুধবার সাপ্তাহিক হাটের দিন বেলা ১১ টার দিকে এ সন্ত্রাসী হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায় কেয়ারটেকার মঞ্জু প্রেসক্লাবের ফটক খুলে বারান্দায় প্রবেশ করার সাথে সাথে সন্ত্রাসী সবুজ ধারাল অস্ত্র নিয়ে দলবলসহ প্রেসক্লাবে প্রবেশ করে তাকে এলাপাথারি কুপিয়ে আহত করে চলে যায়। পরে সাংবাদিকরা খবর পেয়ে আহত মঞ্জুকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্ত্রাসের শিকার মঞ্জুর ছেলে বেল্লাল হোসেন জানায়, বুধবার সকালে সন্ত্রাসী সবুজের সাথে তার কথাকাটাকাটি হলে এক পর্যায়ে মেহেদী, ইমরানসহ বেশ কয়েকজন বখাটে মাস্তান নিয়ে বেল্লালকে সবুজ বেধড়ক পেটায়। এ সময় ছেলেকে রক্ষা করতে এল বেল্লালের মা বিউটি বেগম (৪৫) ও মারধোরের শিকার হন। এরপর রামদা হাতে নিয়ে সন্ত্রাসীরা বেপরোয়াভাবে প্রেসক্লাব এলাকায় মহড়া দেয় এবং মঞ্জুকে একা পেয়ে কুপিয়ে আহত করে।আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম জানান, বিষয়টি আমতলী থানাসহ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন পিপিএম জানান, ঘটনার খবর পেয়েই সন্ত্রাসীদের ধরার জন্য তাৎক্ষনিক পুলিশ অভিযান শুরু করেছে।আহত মঞ্জুর স্ত্রী বিউটি বেগম জানান, তিনি বাদী হয়ে মামলা করবেন।
আমতলীর উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন ও পৌর মেয়র মতিয়ার রহমান এ ঘটনায় বিস্ময় ও নিন্দা প্রকাশসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test