E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীমণির মামলায় ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

২০২১ সেপ্টেম্বর ০৭ ১৮:১৯:০৫
পরীমণির মামলায় ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

তপু ঘোষাল, সাভার : চিত্রনায়িকা পরীমণির করা ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরে সাভার মডেল থানায় করা মামলায় আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন পুলিশ। সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয়া হয়।

মামলার অপর দুই আসামি হলেন, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন। তবে অন্য একটি মামলায় তুহিন কারাগারে আছেন। আসামিদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

পরীমণি অভিযোগ করেন, গত ৮ই জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাঁকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা করা হয়। তিনি অভিযোগ তোলেন, ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে।

গত ১৩ই জুন নাসির ও তুহিন ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি। সেদিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মামলায় আদালতের অনুমতি নিয়ে নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test