E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ভেজাল খাদ্যদ্রব্য ও নকল প্রসাধনী জব্দ, ৪ ব্যক্তির দণ্ড

২০২১ সেপ্টেম্বর ০৮ ১৩:৩৮:২৮
জামালপুরে ভেজাল খাদ্যদ্রব্য ও নকল প্রসাধনী জব্দ, ৪ ব্যক্তির দণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিভিন্ন অবৈধ কারখানায় ভেজাল খাদ্যদ্রব্য ও নকল প্রসাধনী জব্দ করে ৪ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

নকল ভোজ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে শহরের বিসিক শিল্পনগরীর জান্নাত বেকারীর স্বত্ত্বাধিকারী ফারুক আহম্মেদ ও নূর জাহান বেকারীর স্বত্ত্বাধিকারী হুমারুন কবিরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারের পাড় এলাকার আমিনুর ইসলামের ছেলে হামিদুল ইসলাম ও কালীন এলাকার সাইফুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে একই অপরাধে দেওয়া হয় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার রুনা।

এই অভিযানে অংশ নেন র‌্যাব-১৪'র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহাসহ র‌্যাব সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার রুনা তথ্য নিশ্চিত করে জানান, নকল ভোজ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ওই ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্দেশে ভেজাল বিরোধী এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test