E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে জলদস্যূ দমনে সবার ঐক্যবদ্ধ হতে হবে

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৮:২৬:৪১
বঙ্গোপসাগরে জলদস্যূ দমনে সবার ঐক্যবদ্ধ হতে হবে

বরগুনা প্রতিনিধি : মৎস্যজীবী  জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। জলদস্যূ বাহিনী তাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। জলদস্যূ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে। কোস্টগার্ড,  নৌবাহিনী, র‌্যাব ও পুলিশসহ আইনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সমন¦য়ে জলদস্যূতা দমন করতে হবে।

বুধবার দুপুর পৌনে ৪টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ কথা বলেন। তিনি আরও বলেন, মাছ রপ্তানীর দ্বিতীয় স্থানে। সেক্টরকে টিকিয়ে রাখতে হলে জলদস্যূ দমন করতে হবে। এ জন্য উপকুলীয় উপজেলার ও জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন¦য় দ্রত জরুরী সভা করে একটি বাসÍবমুখি পরিকল্পনা করতে হবে। এ ব্যপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষি‘ট আনবেন বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জহুরুল ইসলাম ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন সরকার, ওসি জি.এম শাহনেওয়াজ, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আরিফ হোসেন ও মৎস্যজীবী নেতাসহ জেলে সম্প্রদায়। পরে পাথরঘাটা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে মতবিনিময় করেন।

এর আগে উপকুলের মৎস্যজীবীদের সমন¦য়ে উপজেলা এসভাউ কমিটি জেলেদের নিরাপত্তা, অপহৃত জেলেদের উদ্ধার, ভারতে আটক থাকা জেলেদের ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে মৎস্য সম্পদ প্রতিমন্ত্রীর কাছে একটি স¥ারকলিপি দেয়া হয়।

(এমএইচ/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test