E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

২০২১ সেপ্টেম্বর ০৯ ১৪:২৫:৩২
সুবর্ণচরে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ নারী সহ আহত ৪। ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ। আহতরা বর্তমানে সুবর্নচর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছেন। 

ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা গ্রামের ওসমানের বাড়ীতে।

আহত হাজেরা বেগম বলেন, আমাদের পুকুরে মাছ ধরার সময় রবিউল হকের ছেলে ওসমান গনি(৫০) আব্দুল কুদ্দুস (৩০), ওসমান গনির ছেলে আলা উদ্দিন(২৮) ইদ্রিস মিয়ার ছেলে সিরাজ(৫০), সিরাজের পুত্র আলা উদ্দিন (২৫), নুরুল আমিনের ছেলে জাকির (২৮), চর রশিদ গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৪০) সহ অজ্ঞাত কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে আমার মাথা ফাটিয়ে দেয়। আমাকে বাঁচাতে এলে আমার মেয়ে পিংকি আক্তার (১৫) আমার মা আলেয়া বেগমকে এলো পাতাড়ি পিটিয়ে আহত করে ঘরে বাহিরে ব্যাপাক ভাংচুর করে এবং ঘরে থানা নগদ অর্থ এবং স্বার্ণাঅরংকার নিয়ে যায়। পরে আমরা ৯৯৯ ফোন করলে পুলিশ এসে আামদের উদ্ধার করে।

অভিযুক্ত ওসমান বলেন, "আমাদের মালিকীয় পুকুরে তারা মাছ ধরছিলো এ নিয়ে কথা কাটাকাটি এবং ঝগড়াঝাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই হাজেরা খাতুন এবং জসিম ওরপে দশার ছেলে বাদশা আমার স্ত্রী আলেয়া বেগম এবং ফেরদৌস এর স্ত্রী কুলসুমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। দির্ঘদিন তারা আামদের জায়গাজমি দখল করে খাচ্ছে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, জরুরী আইন সহায়তা নাম্বার ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয়ের মধ্যে বিবদমান ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test