E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ

২০২১ সেপ্টেম্বর ১২ ২৩:০০:৩৫
সাতক্ষীরায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনা মহামারির কারনে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার সকাল থেকে আবারো খুলে দেয়া হলো সাতক্ষীরার সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে সকাল থেকে আবারো জেলার সাত উপজেলার সকল স্কুল-কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ।

জেলার প্রাথমিক ও মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি শিক্ষার্থীদের শরীরের তাপমাত্র পরিমাপ করে সকলকে হ্যান্ড স্যানিটাইজ ও মাক্স পরিধান করিয়ে শ্রেণী কক্ষে প্রবেশ করানো হয়। শ্রেনী কক্ষে তাদের বসানো হয়েছে সামাজিক দুরুত্ব বজায় রেখে।

সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।

জেলায় ৩০৭টি স্কুল, ২১৪টি মাদ্রাসা, ৫৮টি কলেজ, ১১টি স্কুল এন্ড কলেজ ও ১হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১হাজার ৬৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লঅহ আল মামুন জানান, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে এ বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন করে হবে। সংক্রমণ কম থাকলে পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা অনুযায়ী তা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে তিনি আরো জানান।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test