E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাসানচরে রোহিঙ্গা শিশুকে ধর্ষণ

২০২১ সেপ্টেম্বর ১৩ ১৯:০১:২৯
ভাসানচরে রোহিঙ্গা শিশুকে ধর্ষণ

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এক রোহিঙ্গা (৭) শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওই শিশুর পিতা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে ভাসানচর থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়,রোহিঙ্গা শিশুটি ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এ বসবাস করেন। সোমবার বেলা ১১টার দিকে ১৪নং ক্লাস্টার এলাকায় সে খেলাধুলা করতে যায়। খেলাধুলার একপর্যায়ে একজন অজ্ঞাতনামা পুরুষ ওই শিশুকে অর্থের প্রলোভন দেখিয়ে ১৪নং খালি ক্লাষ্টারের এইচ-১২ রুমের ভিতরে ডেকে নিয়ে বাদীর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে একজন রোহিঙ্গা শিশু এসে তার পরিবারকে জানায় যে তাদের মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাৎক্ষণিক তার পিতা ১৪নং ক্লাষ্টারের এইচ-১২ রুমের ভিতরে খাটের ওপর তাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত অন্যান্য রোহিঙ্গাদের সহায়তায় ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ডাক্তার তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রেরণ করেন। ভাসানচর থানা পুলিশের সহায়তায় ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ভিকটিম জানায় ধর্ষণকারীকে দেখলে সে চিনতে পারবে।

ভাসারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ভাসানচর থানার নারীও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। মামলা নং- ৩।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test